আল্লাহ তায়ালা বলেন,পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোন পুণ্য নাই,কিন্তুু পুণ্য আছে কেহ আল্লাহ,পরকাল,ফেরেশ্তাগণ সমস্ত কিতাব এবং নবীগণের প্রতি ঈমান আনিলে এবং আল্লাহ প্রমে আত্মীয় স্বজন,পিতৃহীন,অভাবগ্রস্ত,পর্যটক সাহায্যপ্রার্থীগণকে এবং দাসমুক্তির জন্য অর্থ দান করিলে,নামায কায়েম করিলে ও যাকাত প্রদান করিলে এবং প্রতিশ্রুতি দিয়া তাহা পূর্ণ করিলে,অর্থ সংকটে দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে,ইহারাই তাহারা যাহারা সত্যপরায়ণ এবং ইহারাই মুত্তকী। -(সূরা বাকারা,আয়াত১৭৭)
সূরা ফাতের-এ আল্লাহ বলেন,হে লোকসকল!তোমরা আল্লাহ তায়ালার ঐসব অনুগ্রহ স্মরণ কর যাহা তিনি তোমাদের প্রতি করিয়াছেন,আল্লাহ ছাড়া কি অন্য কোন স্রষ্টা আছেন যিনি তোমাদেরকে আকাশ ও জমিন হইতে রিযিক পৌঁছাইয়া থাকেন?তিনি ছাড়া কোন সত্য মাবুদ নাই,অতএব তোমরা আল্লাহ তায়ালাকে ছাড়িয়া কোথায় চলিয়া যাইতেছ? -(সূরা ফাতের আয়াত-৩)
সূরা ফাতের-এ আল্লাহ বলেন,হে লোকসকল!তোমরা আল্লাহ তায়ালার ঐসব অনুগ্রহ স্মরণ কর যাহা তিনি তোমাদের প্রতি করিয়াছেন,আল্লাহ ছাড়া কি অন্য কোন স্রষ্টা আছেন যিনি তোমাদেরকে আকাশ ও জমিন হইতে রিযিক পৌঁছাইয়া থাকেন?তিনি ছাড়া কোন সত্য মাবুদ নাই,অতএব তোমরা আল্লাহ তায়ালাকে ছাড়িয়া কোথায় চলিয়া যাইতেছ? -(সূরা ফাতের আয়াত-৩)
No comments:
Post a Comment